জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে ৮ই আগষ্ট মঙ্গলবার বিকেলে ফেনীতে তৃণমুল প্রতিনিধি সম্মেলন আহ্বান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা।
আজ ৫ আগস্ট’২৩ইং শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম ও সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভুঁইয়া এক বিবৃতিতে সম্মেলন সফল করতে ফেনীবাসীর প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দলীয় সরকারের অধীনে কোনও নির্বাচন দেশবাসী মানবে না। অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে তৃণমূল প্রতিনিধি সম্মেলন শহরস্থ গ্র্যান্ড সোলতান কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।
নেতৃদ্বয় আরও বলেন, সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে। জানমালের নিরাপত্তা নেই। অবৈধ সরকারের পতন ঘটিয়ে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই।