ওমর ফারুক খান নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে ইপিজেট কর্মী ফারজানা আক্তার প্রিয়া হত্যা কান্ডের রহস্য, হত্যার ৩ ঘন্টার মধ্যে উদঘাটন করছেন পুলিশ। বড়াইগ্রামের একই গ্রামের মেরিগাছা থেকে দুইজন কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেনঃ- বড়াইগ্রামের নগর ইউনিয়নের মেরিগাছা এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে মোঃ লকি উদ্দিন ও একই গ্রামের মোঃ আব্দুল মমিনের ছেলে মোঃ বুলবুল আহম্মেদ।
প্রকাশ থাকে যে, ৪/৮/২৩ ইং রাত ৯ ঘটিকায় ইপিজেড থেকে বাড়ি ফেরার সময় ধানাইদহ লক্ষিকোল রাস্তায় মশিন্দা বিলে ফারজানা আক্তার প্রিয়া কে ভ্যান থেকে নামিয়ে নিয়ে পাট খেতে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে ফেলে চলে যায়। আসামিদের তথ্য অনুযায়ি কু-প্রস্তাবে রাজী না হওয়ায় এই হত্যা কান্ড ঘটিয়েছে বলে জানিয়েছেন নাটোর পুলিশ সুপার তরিকুল ইসলাম।