স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইবদা রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে যশোর জেলা বিএনপি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
আজ শুক্রবার (৪ আগস্ট) বিকালে লালদীঘির পাড়ে অবস্থিত বিএনপির জেলা কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার তাদের প্রহসনের বিচারে একের পর এক মামলায় তারেক রহমানকে সাজা দিয়েও নিশ্চিন্ত হতে পারছেন না। কখন না জানি তারেক রহমান তাদের ঘৃণ্য ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ফেলে। সরকার শয়নে স্বপনে, জাগরণে সেই ভয়ে আছে। তাই প্রহসনের বিচারে তাকের রহমানকে যাবজ্জীবন সাজা দিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, আজকে সরকার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নেতৃত্বে থেকে দুরে রাখতে অপকৌশল চালিয়ে যাচ্ছে। সরকার তার কোন প্রতিপক্ষ রাখতে চায় না বলে ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে একই ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। একই ভাবে ষড়যন্ত্রের জালে আটকানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু এত হিসেব নিকেশ করে কোন লাভ হবে না। একদফার আন্দোলন শুরু হয়ে গেছে। নিশ্চিত বিদায় নিতে হবে।
প্রতিবাদ সমাবেশ আরও বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, ইঞ্জিনিয়ার টি এস আইয়ূব, আবুল হোসেন আজাদ, জেলা কমিটির সদস্য মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, মনিরামপুর উপজেলা বিএনপির আহবায়ক অ্যাড. শহীদ ইকবাল হোসেন, চৌগাছা উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, বাঘারপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শামছুর রহমান, ঝিকরগাছা উপজেলা মোর্ত্তজা এলাহী টিপু, কেশবপুর উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান, অভয়নগর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী গোলাম ডাবলু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য আব্দুস সালাম আজাদ, মারুফুল ইসলামসহ দলের সকল ইউনিট ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।