আশিকুর রহমান শান্ত, ভোলা প্রতিনিধি:
দীর্ঘ ৪ দিন পর ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ৪ দিন বন্ধ থাকার পর ভোলার ইলিশা ও লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) দুপুর থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গত মঙ্গলবার (১ আগস্ট) ইলিশা ফেরিঘাটের পন্টুন ও গ্যাংওয়ে বিকল হওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় পাড়ে শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা।
ইলিশা ফেরিঘাটে ৩ দিন আটকে থাকা ট্রাকচালক রফিক বলেন, দক্ষিণ আইচা থেকে কাঁচা মাল নিয়ে চট্টগ্রাম যাব। কিন্তু ইলিশা ঘাটে এসে ৩ দিন আটকে ছিলাম। অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। আজ ফেরি চালু হওয়ায় ট্রাক নিয়ে ফেরিতে উঠছি।
ভোলার ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক মো. পারভেজ খান এর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ১ আগস্ট ঝড়ের সময় বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ শতাব্দী নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়াটার ইলিশা ফেরিঘাটে ধাক্কা দেয়। এতে ঘাটের পন্টুন ও গ্যাংওয়ে দুমড়েমুচড়ে বিকল হয়ে যাওয়ায় ফেরী চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় কতৃপক্ষ। এটি ঠিক করতে দীর্ঘ ৪ দিন সময় লেগেছে। তাই এই ৪ দিন ফেরী চলাচল বন্ধ ছিল। আজ পন্টুন ও গ্যাংওয়ের মেরামতের কাজ শেষ হওয়ায় পুনরায় আজ দুপুর থেকে ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে।
উল্লেখ্য, ভোলার সঙ্গে খুলনা, চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে ভোলা-লক্ষ্মীপুর ফেরী সার্ভিস। এই রুট দিয়ে প্রতিদিন ৪টি ফেরীতে ২ শতাধিক যানবাহন চলাচল করে।