ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের শোকসভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে প্রকৌশলী এবিএম সারোয়ার হোসেন রনির সহযোগিতায় উপজেলার ডৌহাখলা ইউনিয়ন মৎস্যজীবী লীগের উদ্যোগে কলতাপাড়াস্থ সেবালয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।
উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক বিল্লাল হোসেন ফকিরের সভাপতিত্বে ও ডৌহাখলা ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আবু সায়েমের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম, মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ কালন, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক চন্দ্র সাহা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজিমুল ইসলাম শুভ, উপজেলা তাঁতীলীগের সভাপতি রানা কদ্দুস, পৌর তাঁতী লীগের সভাপতি সোহাগ, ডৌহাখলা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক হাসমত উল্লাহ প্রমুখ।
বক্তারা বঙ্গবন্ধুর কর্মময় জীবনের আলোচনা করে বলেন, বঙ্গবন্ধুকে না জানলে বাংলাদেশকে জানা হবেনা, তাই বঙ্গবন্ধুকে ভালো করে জানতে হবে। ১৫ই আগষ্টের শোককে শক্তিতে রূপান্তরের আহবাণ জানান তাঁরা।