কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে মতুয়া আশ্রমের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে মতুয়া আশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মতুয়া আশ্রমের সভাপতি আশীষ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলা গুহ, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ অলক কর্মকার, সাধারণ সম্পাদক বিপুল ঘোষ, পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ লিটন কৃষ্ণ কর, মতুয়া আশ্রমের সহ-সভাপতি মাস্টার কিরণ চন্দ্র হালদার, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক অমিতাভ বসু সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন দুলাল, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন, মতুয়া আশ্রমের সাধারণ সম্পাদক সুশীল কুমার হাওলাদার।