দেলোয়ার হোসেন সোহেল
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের প্রতি বিনস্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শাহাদাত বার্ষিকী ঘিরে তানোরে মাস ব্যাপী আয়োজন করবে রাজশাহী তানোর উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে তানোর উপজেলা আওয়ামী লীগ সহোযোগি সংগঠনের নানা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং চলমান।
তানোর উপজেলার দুটি পৌরসভা ও ৭ টি ইউপির ৮১ টি ওয়ার্ডে পালন করা হবে জাতীয় শোক দিবস।
শোকাহত ৩ আগষ্ট বৃহস্পতিবার সারাদিন ব্যাপি তানোর পৌরসভা, মুন্ডুমালা পৌরসভা, কলমা ইউপি, তালন্দ ইউপি ও সরনজাই ইউপির বিভিন্ন ওয়ার্ডে দোয়া ও আলোচনা সভা এবং খাবার বিতারণ করা হয়েছে।
রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর পক্ষে তানোরে পৌর ও ইউপির ওয়ার্ড গুলোতে জাতীয় শোক দিবসে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাঈনুল ইসলাম স্বপন। তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিব সরকার।
তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবুল বাসার সুজন। উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী। উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রামিল হাসান সুইট।
মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন আমিন। পৌর সাধারণ সম্পাদক মোহাম্মদ মুন্টু। বাধাইড় ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। উপজেলা আওয়ামী লীগের সদস্য মুনসেফ আলি। তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু। তালন্দ ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান। কলমা ইউপি পুর্ব আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাহিম,সম্পাদক আনোয়ার হোসেন।
সরনজাই ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। সরনজাই ইউপি আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম।কলমা ইউপি সেচ্ছাসেবক লীগের সভাপতি তানভির। তানোর পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান শিবলন, কলমা ইউপি সেচ্ছাসেবক সভাপতি তানভীর রেজা,পাঁচন্দর সেচ্ছাসেবক লীগের সভাপতি রাব্বি আল আমিন প্রমুখ।