মোঃ সারোয়ার হোসেন অপু,নওগাঁ প্রতিনিধি:
পত্নীতলা উপজেলা নজিপুর ইউনিয়নের নয়ন হোসেন নামের এক সেচ্ছাসেবকলীগ নেতার মা’কে গাঁজাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে নজিপুর ইউনিয়নের ফহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাবিনা বেগম পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ এর আহবায়ক নয়ন হোসেনের মা।
পুলিশ জানায়, শীর্ষ এ মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিল। সম্প্রতি ওই মাদক ব্যবসায়ীর গাঁজা কেনার শর্তে ছদ্দবেশে পুলিশ ক্রেতা সেজে জাল ফেলে সাবিনাকে ধরতে। এ সময় সাবিনা নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে একশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে পত্নীতলা থানার এসআই ( নিরস্ত্র) উজ্জল মিয়া জানায়, শীর্ষ এই ব্যবসায়ীর বিষয়ে এলাকাবাসীর অসংখ্য অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের ফহিমপুর গ্রামে অভিযান চালিয়ে সাবিনা নামে একজনকে গ্রেফতার করা হয়। ২০১৮ সালে মাদকব্যবসায়ী সাবিনার নামে একটি মামলাও রয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের হয়েছে।