মোঃ আবদুল্লাহ বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদ ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে উপজেলার বাকশিমুল ইউনিয়নের অন্তর্গত ফকির বাজারস্থ জনৈক আনোয়ার হোসেন এর সৌরভ হোটেল এন্ড সুইটমিট নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ২০ বোতল ফেন্সিডিল এবং রাজাপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ফারুক মেম্বার গংগের পুকুরের উত্তর পাশে দক্ষিনগ্রাম টু রাজাপুর গামী পাকা রাস্তার উপর ব্যাটারী চালিত অটোরিক্সা ড্রাইভিং সিটের নিচে কৌশলে ৮ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী কে পুলিশ আটক করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল হাসানাত খন্দকার নির্দেশে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিঠুনর সরকার ও এসআই নুরুল ইসলাম, এএসআই নুরুল আলম সঙ্গীয় র্ফোস সহ বাকশিমুল ইউনিয়নের অন্তর্গত ফকির বাজারস্থ জনৈক আনোয়ার হোসেন এর সৌরভ হোটেল এন্ড সুইটমিট নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর এবং রাজাপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ফারুক মেম্বার গংগের পুকুরের উত্তর পাশে দক্ষিনগ্রাম টু রাজাপুর গামী পাকা রাস্তার উপর পৃথক পৃথক অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে আটক করেন।
আটককৃত আসামি হলেন:- মোঃ শহিদুল ইসলাম (২৩), পিতা-মৃত বাহার মিয়া, স্থায়ী: গ্রাম- পাঁচথুবী (মধ্যপাড়া), উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা, মোঃ সুমন (২৮), পিতা-মোঃ নাজিম মিয়া, স্থায়ী:-: গ্রাম- ঘিলাতলা (আদর্শ গ্রাম), উপজেলা- বুড়িচং, জেলা – কুমিল্লা। বুড়িচং থানায় আসামীর বিরুদ্ধে পৃথক পৃথক মাদক আইনে মামলায় দায়ের করা হয়।