কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা সমাজসেবা দফতরের আয়োজনে বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার ২৮ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে নয় লক্ষ টাকা সুদ মুক্ত ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মহাসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার সোমা দাস, কাউখালী থানার অফিসার ইন চার্জ মোঃ জাকারিয়া, উপজেলা প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুণ্ড।
সমাজসেবা অফিসের সহকারি বারাকাত হোসেন জানান, ৪০ হাজার টাকা করে ১৮ জনকে, ৩০ হাজার টাকা করে ৮জনকে ও ২০ হাজার টাকা করে ২ জনকে সুদ মুক্ত ঋণ বিতরণ করা হয়েছে।