কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল সাড়ে এগারটায় মতুয়া আশ্রমে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন করেন, কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা।
মতুয়া আশ্রমের সভাপতি আশীষ কুমার মৃধার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী উপজেলা পূজা পরিষদের সভাপতি অধ্যক্ষ অলক কর্মকার, পূজা পরিষদের সাধারণ সম্পাদক বিপুল ঘোষ, মতুয়া আশ্রমের সিনিয়র সহ-সভাপতি মাস্টার কিরণ চন্দ্র হালদার, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম।
অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন মতুয়া আশ্রমের সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র হাওলাদার। উল্লেখ্য প্রতি শুক্রবার বিকেলে এই স্বাস্থ্য কেন্দ্রে ফ্রি চিকিৎসা দেওয়া হবে।