মোঃ সারোয়ার হোসেন অপু, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে এক বৃদ্ধের মৃতদেহ উত্তোলন করে ময়না তদন্ত করা হয়েছে। মারপিটে আঘাত প্রাপ্ত হয়ে আবুল কাশেম (৬৫) নামের ঐ বৃদ্ধের মৃত্যু হয়েছে এমন অভিযোগে তার জামাই সাইফুল আলম বাদি হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার পর বিজ্ঞ আদালতের নির্দেশে বুধবার (২ আগস্ট) দুপুরের দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের কবরস্থান (কবর) থেকে ময়না তদন্তের জন্য তার মৃতদেহ উত্তোলন করা হয় এবং বৃদ্ধের মৃতদেহটি নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ সকালে পূর্ব বিরোধ এর জের ধরে ফাজিলপুর গ্রামে প্রতিপক্ষরা লোহার রড, হাতুড়ি দিয়ে আবুল কাশেম ও তার মেয়ে কোহিনুর আক্তারকে বেদম মারপিট করেন। প্রতিপক্ষের মারপিটে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে আবুল কাশেমের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
সেখানে দীর্ঘদিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ্য হলে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয় আবুল কাশেমকে। বাড়িতে নিয়ে আসার পর তার অবস্থার অবনতি হওয়ায় আবারও চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ মে রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি ধামাচাপা দিতে নিহতের পরিবারকে চাপ দেওয়ায় পরদিন ২০ মে দুপুরে স্থানীয় কবরস্থানে দাফন করেন স্বজনরা।
পরবর্তীতে এ ঘটনায় নিহত আবুল কাশেম এর জামাই সাইফুল আলম বাদি হয়ে মামলা দায়ের করলে, বিজ্ঞ আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্টেট ইকবাল হোসাইন, মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, এস আই সাইফুল ইসলাম, এস আই আসাদুজ্জামান ও গ্রামবাসীর উপস্থিতিতে কবর থেকে মৃতদেহটি উত্তোলন পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।