প্রেস বিজ্ঞপ্তি
রাজধানীর হাতিরঝিল এলাকা হতে রংপুর জেলার পীরগঞ্জ থানা এলাকার চাঞ্চল্যকর ছোট ভাই কর্তৃক বড় ভাই হত্যা মামলার প্রধান আসামিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র্যাব-১।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ২৫ জুলাই ২০২৩ তারিখ রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরের ওসমানপুর বৈরাগী পাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে নিহত ভিকটিম হেলাল (৪০) আপন ছোট ভাই মহিবুলের হাতে খুন হন। নিহত ভিকটিম হেলাল (৪০) প্রজাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান ওরফে গাটু মেম্বরের ছেলে। নিহত ভিকটিম হেলাল (৪০) গত ২৫ জুলাই ২০২৩ তারিখ জেল থেকে জামিনে ছাড়া পেয়ে বাড়িতে আসে।
প্রসঙ্গত, গত ২৫ জুলাই মঙ্গলবার রাতে ছোট ভাই মহিবুল ইসলামের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে বাক বিতন্ডতার এক পর্যায়ে ঘাতক মহিবুল একটি ধারালো অস্ত্র দিয়ে নিহত ভিকটিম হেলালের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ভিকটিম হেলাল (৪০) মারা যায়।
উক্ত নৃশংস হত্যাকান্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রিন্ট ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হয়। এই চাঞ্চল্যকর হত্যাকান্ডের আসামীদের গ্রেফতারের জন্য র্যাব-১৩ এর আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০২ আগস্ট ২০২৩ ইং তারিখ আনুমানিক ০১.৪৫ ঘটিকায় একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পীরগঞ্জ থানার মামলা নং-৩৯/৩১৩, তারিখ ২৬ জুলাই ২০২৩, ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড মামলার পলাতক আসামী রাজধানী ঢাকার হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতার এড়ানোর জন্য আত্নগোপন আছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে রাজধানীর হাতিরঝিল থানাধীন মধুবাগ ঝিলপাড় এলাকা হতে নৃশংস হত্যাকারী ১) মোঃ মহিবুল ইসলাম (৩০), পিতা-মৃত আব্দুর রহমান, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, ২) মোঃ আব্দুল মালেক (৩৮), পিতা-মোঃ আলেগ উদ্দিন, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুরদ্বয়’কে গ্রেফতার করে।
এ সময় ধৃত আসামীদের নিকট হতে ০১ টি মোবাইল এবং ০১ টি সীম কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ।
স্বাক্ষরিত/-
মোঃ পারভেজ রানা
সিনিঃ সহকারী পুলিশ সুপার
সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া অফিসার)
অধিনায়কের পক্ষে
মোবাঃ ০১৭৭৭৭১০১০৩