প্রেস রিলিজ
র্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক ডিএমপি যাত্রাবাড়ী শনির আখড়া এলাকা হতে কুখ্যাত আন্তঃজেলা ডাকাত দলের নেতা গ্রেফতার ॥
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গত ১৯/০৬/২০২৩ খ্রিঃ রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় মামলার বাদী সুভাস কুমার মন্ডল (৩৭), পিতা- কেশব লাল মন্ডল, সাং- রতনদিয়া, থানা- বালিয়াকান্দি, জেলা- রাজবাড়ি তার পরিবারের অন্যান্য লোকজন সহ তাদের বসতবাড়িতে নিজ নিজ কক্ষে শুয়ে ছিলেন। রাত আনুমানিক ০১.৩০ ঘটিকায় অজ্ঞাত ৭/৮ জন ডাকাত তাদের হাতে থাকা রামদা, ছোড়া, চাপাতি, কোরাবারিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার ঘরে প্রবেশ করে বাদীসহ তার পরিবারের লোকজদের উপর হামলা করে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের হাত মুখ বেঁধে ডাকাতি সংঘটিত করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও মূল্যবান মালামালসহ লুট করে নিয়ে যায়।
এছাড়াও জানা যায়, বাদীর বসতবাড়ি ডাকাতি করে যাওয়ার পথে ডাকাতরা বাদীর চাচাতো ভাই অমৃত মন্ডল (৩০), পিতা- খিরোদ মন্ডল এর মুদি দোকানের দরজা লোহার কাটার দিশে কেটে দোকানের মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরবর্তীতে বাদীর পিতা ও ফুফু ঘটনাটি টের পেয়ে বাদীর ঘরে প্রবেশ করে বাদী ও তার পরিবারের লোকজনের মুখ ও হাতের বাঁধন খুলে দেন। উক্ত ঘটনায় সুভাস কুমার মন্ডল বাদী হয়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
স্থানীয়ভাবে জানা যায়, অত্র মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী ও ডাকাত দলের নেতা শাহজাহান শেখসহ অন্যান্য ডাকাতরা বিভিন্ন ডাকাতি/দস্যুতা/ছিনতাই প্রভৃতি কর্মকান্ডের মাধ্যমে এলাকার জনমনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে এবং মানুষ তাদের ভয়ে ভীত-সন্ত্রস্ত। উক্ত ঘটনার পর থেকে ডাকাত দলের নেতা আসামী শাহজাহান শেখ (৫৪) ও তার সহযোগী অন্যান্য ডাকাতরা পলাতক ছিল।
নৃশংস এই ঘটানার সাথে জড়িত পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১, নারায়ণগঞ্জ, সদর কোম্পানি এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে তার অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলার তদন্তে সন্দিগ্ধ পলাতক কুখ্যাত আসামী ও ডাকাত দলের নেতা শাহজাহান শেখ (৫৪), পিতা-মৃত আব্বাস @ মুনসুর শেখ, মাতা- মৃত নাজমা @ নালজা বেগম, সাং- পুটিয়াজানী, থানা- দেলদুয়ার, জেলা- টাঙ্গাইল, এ/পি- সাং- শ্রী নাথপুর, থানা- মধুখালী, জেলা- ফরিদপুর’কে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত হয়ে ০২/০৮/২০২৩ ইং তারিখ ডিএমপি যাত্রাবাড়ী শনির আখড়া এলাকা হতে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী শাহজাহান শেখ (৫৪) এর বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় ০৪ টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে। —–স্বাক্ষরিত—– মোঃ রিজওয়ান সাঈদ জিকু, সিনিয়র এএসপি মিডিয়া অফিসার র্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জ ফোনঃ৭৬৯৪৭০০।