আশরাফুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে কবির হাওলাদার (৫৫) নামের এক কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামী আপন ছোট ভাইসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে কালকিনি থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আলাউল হাসান।
গ্রেফতারকৃত আসামীরা হলো:- কালকিনির পৌর এলাকার দক্ষিন জনারদন্দী গ্রামের মৃত আলতাজুদ্দিন হাওলাদারের ছেলে সবুর হাওলাদার (৪৯), সবুর হাওলাদারের স্ত্রী লিপি বেগম (৪১) ও তাদের দুই ছেলে আসলিম হাওলাদার (২২) এবং আসলাম হাওলাদার (১৯)।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, হত্যাকান্ডের ঘটনায় রাতেই বাদী হয়ে ৪ জনকে আসামী করে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের ছেলে ফরিদ হাওলাদার। পরে পুলিশের সহায়তায় ঘটনার ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত সকল আসামীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে দুইজনকে মাদারীপুরের মস্তফাপুর হতে এবং বাকি দুইজনকে ঢাকার কেরানীগঞ্জ হতে গ্রেফতার করা হয়। আসামীদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি সেভেন গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত আলামত সহ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে নিহত কবিরের ছেলে ও মামলার বাদী ফরিদ হাওলাদার বলেন, আমার বাবাকে পশুর মত কুপিয়ে মারা হইছে। যারা আমার বাবাকে মেরেছে তারা আমার কেউ নয়। ওরা সামান্য জমির জন্য আমার বাবাকে মেরে ফেললো। আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই।
এসময় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আলাউল হাসান, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, তদন্ত ওসি মারগুব তৌহিদ সহ সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, কালকিনি পৌর এলাকার দক্ষিণ জনারদন্দী জমি নিয়ে দীর্ঘদিন ধরে আপন দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার বিকেলে উভয়ের মধ্যে দ্বন্দ্বে এক পর্যায়ে বড় ভাই কবির হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে আপন ছোট ভাই সবুর হাওলাদার ও তার ছেলেরা। এ ঘটনায় রাতেই ৪ জনকে আসামী করে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের ছেলে ফরিদ হাওলাদার।