মোঃ হাফিজুর রহমান, টুংগীপাড়া উপজেলা প্রতিনিধি:
শোকাবহ আগস্ট মাসের ১ তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন জনাব মোঃ জামিল হাসান বিপিএম সেবা পিপিএম, বরিশাল রেঞ্জের ডিআইজি।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্স এ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করেন।