মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
চাঁদপুর জেলা– প্রতিনিধি
৫০তম আঞ্চলিক স্কুল,মাদ্রারাসা ও কারিগরি ক্রীড়া সমিতি শীতকালীন অ্যাথলেটিকস (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২২ইং এর অংশ হিসেবে আজ ১২মার্চ ২০২২ইং রোজঃ শনিবার চট্রগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে চট্রগ্রাম বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠিত প্রতিযোগিতায় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী মোঃ রবিউল হাসান সৈকত উচ্চ – লাফে অংশ নিয়ে ৩য় স্থান অর্জন করেন।
রবিউল হাচান সৈকত এর পূর্বে ফরিদগঞ্জ উপজেলা, চাঁদপুর জেলা, শিক্ষা উপ-অঞ্চল কুমিল্লা পর্যায়ক্রমে অংশ নিয়ে সাফল্য অর্জনের মাধ্যমে আজ চট্রগ্রাম বিভাগীয় পর্যায়ে অংশগ্রহন করার সুযোগ করে নেয়।
এই সময় খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবে চট্রগ্রাম কলেজিয়েট স্কুলে উপস্থিত ছিলেন ক্রীড়া শিক্ষক লিটন চন্দ্র সাহা, সহকারী শিক্ষক তৌহিদা খাতুন। খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক লিটন সাহা বলেন, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিগত দিনেও উপজেলা ও জেলা এবং কুমিল্লা আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে সাফল্য অর্জন করে আমাদের বিদ্যালয়ের সুনাম করেছেন। লিটন সাহা আরো বলেন, আমি অত্র প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক হিসেবে আমার শিক্ষার্থীদের এই অর্জনে আমি সত্যিই আনন্দিত এবং আমি সর্বসময় পাঠদানের পাশাপাশি আমার শিক্ষার্থীদের বাজে অভ্যাস থেকে দূরে রাখার জন্য খেলাধুলায় মনোনিবেশ করার চেষ্টা করি।
রবিউল হাচান সৈকতের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী এবং প্রাক্তন শিক্ষার্থীরা আনন্দিত। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সৈকতকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।