উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় গলায় দড়ি দেওয়া অবস্থায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে জানা যায়,মঘিয়া ইউনিয়নের ছোটআন্ধারমানিক গ্রামের সুশীল মিস্ত্রির ছেলে বিপ্লব মিস্ত্রি (৪০) কে সোমবার সকাল ৫ টার দিকে স্থানীয় রমেন মৃধা বিপ্লব মিস্ত্রির বাড়ির পাশেই কুচিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বটগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আশেপাশের সবাইকে জানালে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।নিহত ব্যক্তির আন্ধারমানিক মাধ্যমিক বিদ্যালয়ের কাছে একটি ছোট দোকান রয়েছে।
এখনো এ ঘটনার কারন জানা যায়নি, ঘটনাস্থলে কচুয়া থানা পুলিশ এবং কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম পরিদর্শন করেছেন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্ত শেষে এঘটনার সঠিক কারণ জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের ভাষ্যমতে জানা গেছে, বেশকিছু দিন ধরে নিহত ওই ব্যক্তির স্ত্রীর সাথে বিভিন্ন বিষয়ে মনোমালিন্য চলছিল। অনেকেই ধারণা করছে এ থেকেই এই ঘটনার সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে হত্যা না আত্মহত্যা এর প্রকৃত কারণ বের হবে।