স্টাফ রিপোর্টার:
শীঘ্রই উড়াল সড়ক নির্মাণ কাজ শুরু করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উড়াল সড়ক চারলেনে করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। বৈশ্বিক কারণে এর ব্যয় বৃদ্ধি পেতে পারে। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচার ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুনামগঞ্জ -১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বৃহস্পতিবার বিকেলে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল বারী চৌধুরী বাচ্চু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ -১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম আহমেদ বিলকিস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা দিপা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে, শ্রম বিষয়ক সম্পাদক মো. সৈয়দ হোসেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশ, ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন আহমেদ, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ সুজন প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান মজুমদার দিলীপ, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজ্বী আব্দুল জব্বার, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য হুমায়ুন কবির, ধর্মপাশা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আব্দুল বারেক ছোটন সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, বিএনপি – জামাতের নাশকতা ঠেকাতে এবং নৌকার বিজয় নিশ্চিত করতে বীর মুক্তিযোদ্ধা মো. ফুল মিয়াকে সভাপতি এবং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মো. জাকির হোসেনকে সদস্য সচিব করে ২০১ সদস্য বিশিষ্ট কেন্দ্র কমিটি ঘোষণা করেন,সুনামগঞ্জ -১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। গোলকপুর হাজ্বী আব্দুল হাফেজ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের কেন্দ্র কমিটি ঘোষণা করে সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন,পর্যায়ক্রমে প্রত্যেকটি কেন্দ্রে কমিটি গঠন করা হবে।