মো. আজিজার রহমান,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামা উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা ক্ষুদে সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) সকালে উপজেলার টিএন্ডটি মাঠে রেফারি সাজিদের পরিচালনায় এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
৩০ মিনিটের ম্যাচে ৩-৩ গোলে ড্র করেন। এরপর খেলাটি ট্রাইব্রেকারে গড়ালে ৫-৩ গোলে জয় পায় আর্জেন্টিনা।
আর্জেন্টিনা ক্ষুদে সমর্থকদের অধিনায়ক রুমেল ইসলাম বলেন, আমরা জয়ী হয়েছি। আমি ছোট থেকে ম্যারাডোনার ভক্ত। প্রিয় খেলোয়াড় মেসিকে অনুসরণ করেই ফুটবল খেলি। আমি চাই এই ধরনের আয়োজন অব্যাহত থাকুক।
ব্রাজিল ক্ষুদে সমর্থকদের অধিনায়ক সিজাব চৌধুরী বলেন, খেলায় হার জিত থাকবেই। আমরা পরাজয় মেনে নিয়েছি। আমি নেইমারের ভক্ত। তার খেলা দেখে আমি অনুপ্রাণিত হই। আগামীতে আমরাই জিতব।
খেলা দেখতে আসা দর্শক সোহলে আরমান বলেন, আমি তাদের খেলা দেখে মুগ্ধ। বর্তমানে অধিকাংশ যুবক মোবাইল ও মাদকাসক্ত, এই থেকে পরিত্রাণ পেতে খেলাধুলা একটি অন্যতম মাধ্যম। আমরা চাই সবাই মাঠে ফিরুক, তরুণ সমাজ।
খেলা দেখতে আসা আরেক দর্শক নূর আমিন বলেন, কোমলমতি শিশুদের খেলা দেখে অনেক ভাল লাগল। এরাই ভবিষ্যতে জাতীয় দলকে নেতৃত্ব দিবে এই প্রত্যাশা করছি।