ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে ট্রেন থেকে পড়ে নিহত হয়েছে এক যুবক। বৃহস্পতিবার রাত ৯.৫০ মিনিটে এ ঘটনাটি ঘটেছে গৌরীপুর রেলওয়ে জংশনে প্রবেশের মুখে ক্রস ওভার পয়েন্টে। নিহত যুবক উপজেলার বোকাইনগর ইউনিয়নের বীরপুর গ্রামের আজিবুর রহমানের ছেলে ফারুক মিয়া (২২)।
নিহতের পরিবারসূত্রে জানা গেছে, ময়মনসিংহের একটি বেকারিতে কাজ করতেন তিনি। কাজ শেষে বাড়ি আসার পথে বিজয় এক্সপ্রেস ট্রেনের দরজায় দাঁড়িয়ে আসার সময় পড়ে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন ফারুক মিয়া।
গৌরীপুর রেলওয়েসূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন গৌরীপুর রেলওয়ে জংশনে ঢুকার পথে ট্রেন থেকে পড়ে এই দূর্ঘটনাটি ঘটেছে। ট্রেনের নিচে পড়ে নিহতের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
গৌরীপুর রেলওয়ে জংশনের ফাঁড়ি ইনচার্জ সুরঞ্জন তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।