ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে জোরপূর্বক ঘর উত্তোলন করে রহুল আমিন নামে স্থানীয় এক ব্যক্তির জমি দখলের অভিযোগ ওঠেছে প্রতিবেশী উজ্জল মিয়ার বিরুদ্ধে।
এসময় জমির গাছপালা ও বাঁশঝাড় কেটে নেয়া হয়েছে। ভুক্তভোগী রহুল আমিন মানুষের দ্বারে দ্বারে ঘুরেও প্রভাবশালী উজ্জল মিয়ার কাছ থেকে জমি উদ্ধার করতে পারেনি। শনিবার (১৫ জুলাই) বিকেলে এই জমি দখলের ঘটনাটি ঘটে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালি গ্রামে।
রহুল আমিন জানান, মরিচালি মৌজার ১০৩নং দাগে পৈত্রিক ও ক্রয়সূত্রে ৯ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন তিনি। শনিবার বিকেলে প্রতিবেশী উজ্জল মিয়া লোকজন নিয়ে রাস্তার পাশে তার জমির সামনের কিছু অংশ জোরপূর্বক দখল করে তাতে টিনের চালা ঘর নির্মাণ করে। এসময় তার জমি থেকে বিভিন্ন গাছপালা ও বাঁশঝাড় কেটে নিয়ে যায় তারা।
তিনি বলেন, ঘটনারদিন জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে ঘটনা জানালে গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এরপর মানুষের দ্বারে দ্বারে ঘুরেও প্রভাবশালী উজ্জল মিয়ার হাত থেকে দখল হওয়া জমি এখনো উদ্ধার করতে পারেনি তিনি।
এ বিষয়ে উজ্জল মিয়া দখলকৃত জমি নিজের দাবি করে জানান, তিনি এ জমি স্থানীয় লাল মিয়ার কাছ থেকে ঈদুল আজাহার কয়েকদিন আগে রেজিস্ট্রি দলিলমূলে ক্রয় করেন। দলিল এখনো হাতে আসেনি।
জমি বিক্রেতা লাল মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
গৌরীপুর থানার পরিদর্শক শফিকুল আলম জানান, ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিবাদমান জায়গাটি পরিদর্শন করে দুই পক্ষকেই সামাজিক ও আদালতের মাধ্যমে সমাধানের কথা বলেছি।