আবু বক্কর ছিদ্দিক, মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জ পাটের কৃষি পরীক্ষা কেন্দ্রের আয়োজনে বিজেআরআই তোষা পাট-৮(রবি-১) এবং ও-৯৮৯৭ এর উৎপাদন প্রযুক্তি জনপ্রিয়করণ ও সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাঠ দিবস উপলক্ষে গত ১৫ জুলাই মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বনগ্রাম এলাকার কৃষি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের গবেষনা অধিশাখার যুগ্ম সচিব রেহানা ইয়াছমিন।
বাংলাদেশ পাট গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ আবদুল আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটের কৃষি পরীক্ষা কেন্দ্রের পরিচালক মোঃ মোসলেম উদ্দিন, টেক্সটাইল ইনস্টিটিউটের পরিচালক ড. ফেরদৌস আরা দিলরুবাম কৃষি ইনস্টিটিউটের পরিচালক ড. নার্গিস আক্তার, পিটিসি এর পরিচালক ড. মাহমুদ আল হোসেন, প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক ড. মাহবুব আলী, পি এস ও ড. মোঃ নাসির উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় কৃষক, পাট চাষী, প্রিন্টসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান জনবান্ধব সরকার অন্যান্য খাতে ব্যয় সংকোচন করলেও কৃষকদের কথা মাথায় রেখেই কৃষিতে ব্যয় সংকোচন করতে চায় না।
সরকার বিনা মূল্যে সার, বীজ, কিটনাশক, ভর্তূকি দিয়ে কৃষি যন্ত্রপাতি প্রদানসহ বিভিন্ন ভাবে কৃষকদের প্রনোদনা দিয়েই যাচ্ছে। কৃষক যাতে ন্যায্য মূল্য পায় এবং তারা পারিবারিক ভাকে যাতে করে স্বাবলম্বী হয়ে উঠতে পারে সে লক্ষ্য নিয়ে সরকারের বিভিন্ন দপ্তর নিরলস কাজ করছে।