উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
দেশের বিভিন্ন স্থানের মতো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাটের কচুয়ায় সাংবাদিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৫ জুলাই (শনিবার) বেলা ১১ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখা অফিসের নিজস্ব হলরুমে কেক কাটা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সভাপতি মীর আওসাফুর রহমান মারুফের সভাপতিত্বে বক্তব্য দেন, মানবাধিকার কর্মী জাহিদুল ইসলাম বুলু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার কোষাধ্যক্ষ সাংবাদিক তুহিন খান, সংগঠনের সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা সংগঠনের সাংবাদিক শিকদার ছাইদুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, উজ্জ্বল কুমার দাস, মোঃ তরিকুল ইসলাম, শেখ রাকিবুল ইসলাম (হাচান), এসএম নূরুল হুদা নূর (হাদী), কাইউম হাওলাদার, অলিউর জামান উজ্জ্বল, আয়শা সিদ্দিকা, এস কে এম হুমায়ুন, মিরাজুল ইসলাম (সজীব), তুহিন মাহামুদ, এসকে শিমুল, আতিয়ার শেখ প্রমূখ।