জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
১৪ জুলাই’২৩ইং শুক্রবার বিকেল ৩টা হতে জেলা কার্যালয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার উদ্যোগে জেল দেয়াল লিখন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মুফতী সালাহ উদ্দীন আইয়ুবী’র সভাপতিত্বে দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক এইচ এম আবু রায়হান-এর সঞ্চালনায় মুফতী নিজাম উদ্দিন প্রশিক্ষণ প্রদান করেন।
এ সময় জেলা যুব আন্দোলনের সভাপতি মুফতী সালাহ উদ্দীন আইয়ুবী বলেন, আমরা চাই আমাদের মেধা ও যোগ্যতা ইসলাম ও দেশের কল্যাণ ব্যবহার হোক। তাই এ সৃজনশীল দেয়াল লিখন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছি। তিনি বলেন আপনারা যদি নিজের অভিজ্ঞতাকে দেয়াল লিখনীর মাধ্যমে ফুটিয়ে তুলতে পারেন তাহলে আপনিও ইসলাম প্রচারের কাজে নিয়োজিত একজন সৈনিক হবেন।
আরো বক্তব্য রাখেন জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী তার বক্তব্য বলেন, আমরা যখন দেয়াল রাইটিং করতে যাই, তখন আমরা হিমশিম খেতে হয়। এ তিক্ত অভিজ্ঞতা থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার উদ্যোগে দেয়াল লিখন প্রশিক্ষণ কর্মশালা’র আয়োজন করা হয়। আমি অত্যান্ত আনন্দিত হয়েছি আপনাদের অংশ গ্রহন দেখে। আমাদের আজকের আয়োজনটি স্বল্প পরিসরে করেছি। আপনারা যদি আশ্বস্ত করেন তাহলে আগামীতে আরো বড় পরিসরে এ ধরনের প্রোগ্রামের আয়োজন করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল্লাহ আল শামীম, সাংগঠনিক সম্পাদক মুফতী আতাউল্লাহ কবির ভূইয়া, প্রচার সম্পাদক মাওলানা আবদুল হালিম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আবদুল মালেক মাহমুদী, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন, সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠীর সম্পাদক মাওলানা আবদুল কাদের জিলানী, উপ-সম্পাদক কারী আব্দুল্লাহ প্রমুখ। দেয়াল লিখন প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহনকারী সকল প্রশিক্ষনার্থীদের এক ফ্রেমে বন্দি করা হয়।