মোঃ অপু খান চৌধুরী।।
” আজকের শিক্ষার্থীরাই আগামীর পথে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রত্যক্ষ স্বাক্ষর রাখবে। তাই শিক্ষার্থীদের শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। তাদের দিকে তাকিয়ে রয়েছে দেশ ও জাতি। সেজন্য তাদেরকে সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মন প্রফুল্ল রাখে। মনমানসিকতা ঠিক রাখে। মাদক থেকে দূরে থাকতে হলে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিকল্প নেই।
” শনিবার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ডিগ্রী কলেজে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ ও বাণিজ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য বীর মুুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, “শুধু লেখাপড়া করলেই মানুষ হওয়া যায় না। আলোকিত মানুষ হতে হলে সমাজে প্রতিষ্ঠিত হয়ে সমাজের জন্য কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। সমাজকে ভালোবেসে কিছু করতে হবে। সমাজে অবদান রাখতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে শিক্ষার্থীদের। কলেজের সহকারী অধ্যক্ষ মুমিনুল ইসলাম ও অধ্যাপক সারোয়ার আলমের পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সোহেল রানা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, কলেজের বিদ্যুৎসাহী সদস্য এডভোকেট আব্দুল বারী ও মাহবুব হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা।
অনুষ্ঠানের শুরুতে কলেজে স্বাগত জানাতে প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রধান করে কলেজের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) শাখা। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ন কবির। পবিত্র কোরআন পাঠ করেন কলেজের সহকারী শিক্ষক সালেহ্ আহাম্মেদ।
উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন সরকার, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল, জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ জাহাঙ্গীর আলম ও বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, সাধারন সম্পাদক শরীফুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মোশারফ হোসেন আলীফ, ইউপি সদস্য নুরন্নবী খান। অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথিদের মুগ্ধ করে। এসময় কলেজের নবীন ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।