মোঃ সারোয়ার হোসেন অপু, বদলগাছি উপজেলা প্রতিনিধি, নওগাঁ।
নওগাঁর বদলগাছীতে বিদ্যুৎতের ব্যাপক লোডশেডিং এর কারনে জনসাধরণ অতিষ্ট হয়ে পড়েছে। দিনের বেলা ঘন ঘন লোডশেডিং এর নামে ভেলকিবাজী চল্লে ও রাতের বেলা সম্পূর্ন ভিন্ন চিত্র। কোন এলাকা এক বার লোডশেডিং এর মধ্যে পড়লে দুই তিন ঘন্টাই ও বিদ্যুৎতের দেখা মিলে না। আর এমন অবস্থা চলতে থাকলে বৈদ্যুৎতিক সরঞ্জাম নষ্টের পাশা পাশি জনসাধারণের জীবন মান চরম হুমকীর মুখে পড়বে। অপর দিকে এলাকা ভেদে বিদ্যুৎতের ঘন ঘন লোডশেডিং এর কারন হিসেবে বদলগাছী বিদ্যুৎ উপকেন্দ্র থেকে বিদ্যুৎ বিতরণে বৈশম্যর অভিযোগ তুলেছে এলাকাবাসী।
বদলগাছী পল্লী বিদ্যুৎতের জোনাল অফিস সুত্রে জানা যায়, দিনের বেলায় বিদ্যুতের চাহিদা প্রায় ১০ মেঘাওয়াট এর বিপরীতে সরবরাহ মাত্র ৫ থেকে সাড়ে ৫ মেঘাওয়াট। রাতের বেলা চাহিদা ১৪ মেঘাওয়াট এর বিপরীতে সরবরাহ মাত্র ৭ থেকে ৮ মেঘাওয়াট। যা দিনে ও রাতে চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় ঘন ঘন লোডশেডিং চলছে এমনটাই জানালেন বদলগাছী পল্লী বিদ্যুৎতের জোনাল অফিসের ডিজিএম আহসান হাবিব। উপজেলা সদরে বিদ্যুৎ রাতের বেলা সরবরাহ বেশি আর গ্রামাঞ্চলে সরবরাহ কম, এমন বৈশম্য কেন ?
এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেমন সরবরাহ পাওয়া যায় ঠিক তার উপর বদলগাছী বিদ্যুৎ উপকেন্দ্র থেকে ৭ টি ও হোগ- লবাড়ি উপকেন্দ্র থেকে ১ টি সহ মোট ৮ টি ফিডের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ বিতরণ করা হয়ে থাকে। বিদ্যুৎ বিতরণে কোথাও কোন বৈশম্য করা হয় না। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ উপকেন্দ্র থেকে সঠিক ভাবে বিদ্যুৎ বিতরণ করা হয় না। এলাকা ও শহরাংশ ভেদে বিদ্যুৎ বিতরণে অনিয়ম রয়েছে। যার কারনে রাতে গ্রামাঞ্চলে একটানা ২ থেকে ৩ ঘন্টা ও লোডশেডিং দেওয়া হয়ে থাকে।
এলাকাবাসীর দাবী চাহিদার বিপরীতে যে পরিমান বিদ্যুৎ পাওয়া যায় তা শহরাংশে ও গ্রামাঞ্চলে সমান অংশে বিতরণ করা হলে গ্রামাঞ্চলের জনসাধারণের কিছুটা কষ্ট লাঘব হবে। তাই বিদ্যুৎ বিতরণ বৈশম্য রোধ ও নিরবিছিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহের জন্য উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।