মোস্তফা মিয়া পীরগঞ্জ (রংপুর):
রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী দু’টি কোচের মুখোমুখী সংঘর্ষে পিতাপুত্র নিহত ও ৩০ জন যাত্রী আহত হযেছে। শনিবার দুপরে উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের খেজমতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে ।
বড়দরগাহ হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী এনা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৭৮৯৪) এর সঙ্গে ঢাকা থেকে লালমণিরহাটগামী অনিন্দ্য পরিবহন (রংপুর-ব-১১-০০৪২) এর ঘটনাস্থলে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পীরগঞ্জের রাধাকৃষ্ণপুর গ্রামের আল আমিন (৫২) ও তার শিশু পুত্র মাহিন মিয়া (০৭) পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় এবং স্ত্রী মিতালী বেগম গুরুতর আহত হয়।
এ ছাড়া দুর্ঘটনায় উলিপুরের দক্ষিন গজারিয়া গ্রামের আরাফাত(৩১), কুড়িগ্রামের পলাশবাড়ী গ্রামের আখলাছুর রহমান (৪৬) পুত্র আবিদ (১৪), রাজারহাটের মাঝপাড়া গ্রামের জয়নব (৪০), আব্দুর রহিম (৬২), বুলবুলি (৪৫), কাউনিয়ার সাদুর গ্রামের, মশিউর রহমান (২৯) গোবিন্দগঞ্জের আনোয়ার হোসেন (৪০) সহ আহত প্রায় ৩০ জনকে পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে এবং দুর্ঘটনা কবলিত কোচ পুলিশ হেফাজতে রয়েছে।