পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
পীরগঞ্জে রেকর্ডীয় চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদ করার আব্দুল হামিদ নামের এক গ্রাম পুলিশ সদস্যের ইউনিফর্ম খুলে পিটিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা। আহত গ্রাম পুলিশ সদস্য এখন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (০৭ জুলাই) পড়ন্ত বিকালে উপজেলার বড়দরগাহ্ ইউনিয়নের মথুরাপুর পূর্বপাড়া গ্রামে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মথুরাপুর গ্রামের আবুল কালাম (৪৫), আবু ছাত্তার (৪০), ছোবহান মিয়া (৬৫), মোস্তফা (৩৫), লুৎফর রহমানসহ কয়েকজন গ্রামের রেকর্ডীয় রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এতে ৮/১০টি পরিবারের যাতায়াত সহ গবাদী পশু নিয়ে চরম বিড়ম্বনা পোহাতে হচ্ছে। বিশেষ করে রাস্তাটি বন্ধ করায় স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের জমির আইল দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
গ্রাম পুলিশ সদস্য আব্দুল হামিদও ভুক্তভোগীদের একজন। সম্প্রতি তিনি পীরগঞ্জ থানা ও সহকারী ভূমি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। এতে আবুল কালাম, আবু ছাত্তার, ছোবহান মিয়া ক্ষিপ্ত হয়ে গ্রাম পুলিশ সদস্য আব্দুল হামিদের উপর হামলে পড়ে। এ সময় তার পরণের ইউনিফর্ম খুলে নেয় তারা।
প্রতিবেশী লোকজন ৯৯৯ এ ফোন দিলে দ্রুত পুলিশ এসে আব্দুল হামিদকে উদ্ধার পূর্বক পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, গ্রাম পুলিশ সদস্য আব্দুল হামিদ আক্রান্তের বিষয়টি লোকমুখে জেনেছি। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি।