রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ার চাখারের কৃতি সন্তান ৫২’র ভাষা সংগ্রামী ৫০ ও ৬০’র দশকের প্রখ্যাত বাম ও কৃষক নেতা বিএম কলেজের বাংলা বিভাগের তৎকালীণ অধ্যাপক অ্যাডভোকেট রফিকুল ইসলামের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শেরেবাংলা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠসহচর বার বার কারাবরণকারী সৎ ও নির্মোহ রাজনীতিকের পথিকৃত এ নেতার রুহের মাগফেরাত কামনায় তাঁর বড় ছেলে বরিশাল সংযুক্ত পিরোজপুর (বানারীপাড়া-স্বরূপকাঠি) ও বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের তিন বারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম মনি’ বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বলিয়ারকাঠি গ্রামের ‘মিয়া বাড়িতে’ ১ জুলাই শনিবার বাদ জোহর দোয়া-মিলাদের আয়োজন করেন।
উক্ত দোয়ানুষ্ঠানে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমসহ বানারীপাড়া ও উজিরপুর উপজেলার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী, সমর্থক, বিভিন্ন ইউপির সাবেক ও বর্তমান চেয়ারম্যান, শিক্ষক, ইমাম ও সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার অর্ধ সহ¯্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ১৯৬৮ সালের ১ জুলাই অধ্যাপক রফিকুল ইসলাম মাত্র ৪৮ বছর বয়সে অকাল মৃত্যুবরণ করেন। তার অকাল প্রয়াণ না হলে ৬৯’র গণঅভূত্থান, ৭০’র নির্বাচন ও ৭১’র মহান মুক্তিযুদ্ধে তিঁনি অসামান্য অবদান রাখতে পারতেন।