মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃঃ
আজ (২ জুলাই) রবিবার দুপুরে জেলার সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুনামগঞ্জের সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে নৌকা ডুবে এক পরিবারের ২বোন ও ১ভাই নিহত হয়েছে।
নিহতরা হলেন, সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের সোহেল মিয়া সন্তান, ফারজানা (১৩), মারজানা (৮), রবিন (৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, দুপুরে একই পরিবারের ২ বোন ও এক ভাই হাওরে নৌকায় চড়ে বাড়ি থেকে সড়কে আসতে গিয়ে নৌকাটি ঢেউয়ের কবলে পরে ডুবে যায়, এসময় তারা নিখোজ হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করে, নিহত দুই বোন ফারজানা- মারজানা ও ভাই রবিন তিনজনই শিশু।