মোঃ সারোয়ার হোসেন অপু, বদলগাছি (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছি উপজেলার বদলগাছি সদর ইউপিতে সুষ্ঠু ও সুন্দরভাবে চাল বিতরণ করলেন চেয়ারম্যান আনোয়ার হোসেন। জানা যায়, ২৫ শে জুন রবিবার সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছিতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার উপকার ভোগীদের জন্য দেওয়া ১০ কেজি করে ভিজিএফ কার্ডের চালের বিতরণ করা হয়।
ভিজিএফ কার্ডের চাল সুষ্ঠ ও সুশৃঙ্খলভাবে বিতরণ করলেন বদলগাছি সদর ইউপির চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। সকাল ৯ থেকে শুরু করে বিকেল৪ টা পর্যন্ত তিনি উপস্থিত থেকে এই চাল বিতরণ করেন।
চাল বিতরনের জন্য বাড়ি-বাড়ি গিয়ে ভিজিএফ কার্ড বিলি করেছেন উপজেলার ১ নংবদলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। তারই ধারাবাহিকতায় বিশেষ বরাদ্দের ২৫৫৫ জনের মধ্যে কার্ডধারীদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
উল্লেখ যে, ২৫/০৬/২৩ ইং তারিখ ২৩৫৭ জনের মাঝে চাল বিতরণ করা হয়েছে এবং গতকাল গোরশাহীতে মেলা থাকায় ১৫৫ জন উপকার ভোগী না আসায় ৫৫ বস্তা চাল অবশিষ্ট রাখা হয়। আজ ২৬ শে জুন সোমবার সকাল ৯ থেকে সকাল ১১ পর্যন্ত চাল গুলো ১৬০ জনের মাঝে বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে চাল নিতে আসা উপকারভোগী মোসাঃ নাজমিন বানু বলেন, আমরা গতকালকে চাল নিতে আসতে পারিনি, আজ নিতে পারছি আমি অনেক খুশি।
উপকারভোগী সোহাসা গ্রামের আব্বাস জানান, আজ ২য় দিনে আমাদের জন্য যে, চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন চালের বরাদ্দ রেখেছে এতে আমরা অনেক খুশি। সুশৃঙ্খলভাবে চাল বিতরণ চলছে এই ইউপিতে কোনো সমস্যা নেই জন্য আমরা আরো অনেক খুশি।
এ বিষয়ে সদর ওয়ার্ডের সদস্য আবুল কালাম আজাদ জানান, গতকাল কয়েকজন উপকারভোগী না আসতে পারায় আজ চাল বিতরণ করা হলো। এতে উপকারভোগীরা অনেক খুশি এবং আমরাও খুশি যে, আমরা আমাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পেরেছি।
এসময় উপস্থিত ছিলেন ১ নং বদলগাছি সদর ইউপির চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, সদর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ সহ অন্যন্যা ওয়ার্ডের সদস্য বৃন্দ।
ট্রাগ অফিসার ও পরিসংখ্যান অফিসার মোঃ মাজেদুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক সহ আরো প্রমুখ।
চাল বিতরণের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বলেন, ঈদ উপলক্ষে অসহায় অতিদরিদ্র ব্যক্তিদের বরাদ্ধকৃত চাল যদি কেউ অসাধু উপায়ে উত্তোলন করে বিক্রি করেন, আর সেই চাল বিক্রি করার যদি উপযুক্ত প্রমান পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্রাগ অফিসার ও পরিসংখ্যান অফিসার মোঃ মাজেদুর রহমান বলেন, বদলগাছি সদর ইউপিতে সুষ্ঠ ও সুন্দরভাবে চাল বিতরণ করা হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। চেয়ারম্যান সাহেব ও আমি নিজে দাঁড়িয়ে থেকে চাল বিতরণ করেছি।