প্রেস বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকা হতে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ ফাহাদ (১৯)’কে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র্যাব-৩।
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন এলাকা হতে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা ১। মোঃ ফাহাদ (১৯), পিতা-মোঃ ফরিদ মিয়া, মাতা-মোছাঃ নাছরিন আক্তার, সাং-বাগলপুর, থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লাকে ২৯৩ বোতল ফেন্সিডিল এবং ০১ টি প্রাইভেটকারসহ ২৩/০৬/২০২৩ তারিখ ১৭৫০ ঘটিকায় হাতে নাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ বিভিন্ন সীমান্ত এলাকা হতে প্রাইভেটকার যোগে অভিনব পদ্ধতিতে অবৈধ মাদক দ্রব্য গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এর চালান নিজ হেফাজতে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। তার মাদক ব্যবসার একাধিক সিন্ডিকেট রয়েছে বলে জানায়। এসকল সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা নজরদারি এবং অভিযান চলমান রয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ফারজানা হক
সিনিয়র সহকারী পুলিশ সুপার
স্টাফ অফিসার (মিডিয়া)
পক্ষে পরিচালক