মোঃ সারোয়ার হোসেন অপু, নওগাঁ প্রতিনিধিঃ
স্কুল পড়ুয়া ছাত্রীকে অপহরণ পূর্বক আটক রেখে ধর্ষণের ঘটনায় অভিযান চালিয়ে (ভিকটিম) ছাত্রীকে উদ্ধার সহ ধর্ষককে আটক করেছে র্যাব। সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে শুক্রবার ২৩ জুন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন নন্দনপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে স্কুল ছাত্রীকে অপহরণকারী দলের মূলহোতা ও ধর্ষক কে আটক পূর্বক (ভিকটিম) স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।
র্যাব আরো জানান, ভিকটিম ৮ম’ শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী (কিশোরী) কে রংপুর এর পীরগঞ্জ থেকে অপহরণ করেন অপহরণকারীরা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন নন্দনপুকুর এলাকায় অভিযান পরিচালনা অপহরণকারী দলের মূলহোতা ও ধর্ষক কে আটক পূর্বক (ভিকটিম) স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।
আটককৃত অপহরণকারী ও ধর্ষক হলেন, দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন দেবিপুর-চন্ডিপুর এলাকার আইনুল শেখ এর ছেলে নুরুজ্জামান ইসলাম (২৩)।
র্যাব আরো জানায় অনুসন্ধানে জানা যায়, রংপুর জেলার পীরগঞ্জ থানা এলাকা হতে নাবালিকা ৮ম’ শ্রেণীতে পড়ুয়া ছাত্রী (ভিকটিম) কে অপহরণ করে অপহরনকারী দলের মূলহোতা নুরুজ্জামান জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় নিয়ে এসে জোর পূর্বক ধর্ষণ করেন।
পরবর্তীতে পরিবারের অভিযোগ এর প্রেক্ষিতে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প এর একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণের মাত্র ২৪ ঘন্টার মধ্যেই স্কুল ছাত্রীকে উদ্ধার সহ অপহরণের মূলহোতা ও ধর্ষক নুরুজ্জামান কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। উদ্ধারকৃত ভিকটিমকে তার অবিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে রংপুর এর পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র্যাব।