আব্দুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ শুভযাত্রা র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় মনিরামপুর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বাবু স্বপন ভট্টাচার্য্য এমপি।
বক্তব্যে তিনি বলেন বলেন, মনিরামপুর উপজেলার গ্রামগঞ্জের সকল রাস্তাঘাট এই সরকারের আমলেই সম্পূর্ণ হয়েছে এবং বাকিটাও আগামী ৪ বছরের ভিতর সম্পূর্ণ হবে। এই মনিরামপুরে কোথাও কোন কাঁচা রাস্তা বা ইটের রাস্তা থাকবে না, তিনি আরো বলেন সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আবারো নৌকায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে পুনরায় আবার ক্ষমতায় আনতে হবে। তার জন্য প্রত্যেক গ্রামগঞ্জে মাঠে খাটে চায়ের দোকানে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আমজাদ হোসেন সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক ভাইস চেয়ারম্যান বাবু উত্তম চক্রবর্তী বাচ্চু, যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম রিপন, তরুণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বশির আহমেদ খান, জেলা পরিষদের সদস্য বাবু গৌতম চক্রবর্তী, তাসরিন সুলতানা শোভা, মনিরামপুর উপজেলার ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, পৌর যুবলীগের সম্মানিত সভাপতি মনিরামপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম লুৎফর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, মনিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম টিপু সুলতান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক , কাউন্সিলর,চেয়ারম্যান, ছাত্রলীগ যুবলীগ মহিলা লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতা নেতৃবৃন্দ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন স, ম, আলাউদ্দিন, ও সাবেক ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ।