উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের কচুয়ায় ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কচুয়া উপজেলার মালিপাটন গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে চৌরাস্তার উপর থেকে ৩ জনকে আটক করে। এসময়ে তাদের কাছ থেকে ৬৭ (সাতষট্টি) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, চর টেংরাখালী গ্রামের মোক্তার শেখের ছেলে মোঃ ওমর আলী (২৮), টেংরাখালী (নতুন বাজার) এলাকার সোহরাব শেখের ছেলে আব্দুল কাইয়ুম শেখ (২২) ও চরফুলতলা এলাকার মোঃ ইদ্রিস শেখের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২৪)। এদের বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃমনিরুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক) ধারার অপরাধে মামলা করা হয়েছে। কচুয়া থানা এলাকা মাদকমুক্ত রাখতে সব ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক কৃত আসামীদের আজ জেল হাজতে পাঠানোর কথা রয়েছে