তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতডনিধিঃ
দেশের নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নে নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আমলে সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে স্থানীয় প্রশাসন ও তৃণমূল পর্যন্ত নারীর ক্ষমতায়নের প্রসার ঘটেছে। নারীর অগ্রযাত্রা ও ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বের বুকে রোল মডেল। তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ প্রকল্পের আওতায় তাড়াশ উপজেলায় প্রশিক্ষণ প্রাপ্তদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ বলেছেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের নারীদের আর্থিক উন্নয়নসহ জনগনের সার্বিক কল্যানে দেশরত্ম শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এসময় উন্নয়নের ধারা অব্যাহৃত রাখতে সকল নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতীকে ভোট কামনা করেন।
২৪ জুন শনিবার সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এডভোকেট শামীমা ইয়াসমিন রিমার সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। উপজেলা সহকারী কমিশনার ভূমি নূরী তাসমিন উর্মি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হোসেনে আরা পারভীন লাভলী, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সনাতন দাস, মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা খাতুন, প্রশিক্ষণ কর্মকর্তা তাজুল ইসলাম, কাজল রেখা সহ আরো অনেক। অনুষ্ঠানে ১০জন নারী উদ্যোক্তাকে সম্মাননা কেস্ট উপহার দেয়া হয়।