দিনাজপুর জেলা প্রতিনিধি:
সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি ছাড়াই দিনাজপুরের খানসামার ৯৩ নং মাদারপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হানিফ ০৭টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
শনিবার (৩ জুন) দুপুরে ওই স্কুল চত্বরে থাকা ০৭টি ভিভিন্ন জাতের গাছ (আম, কাঁঠাল, শিসর, ইপিল,জাম) গাছ কেটে ফেলা হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক কোনো রকম সরকারি নীতিমালা না মেনে অবৈধভাবে স্কুল চত্বরের মূল্যবান গাছ বিক্রি করে দিয়েছেন।
এলাকাবাসীর দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষে সরজমিনে তদন্ত সাপেক্ষে এই দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ দাবি জানান।
গাছ ক্রেতা শামসুল হক জানান, হেডমাষ্টার আব্দুল হানিফের কাছ থেকে ৭টি গাছ ৩৩ হাজার টাকায় ক্রয় করে এবং আমার কাছে কোন লিখিত কাগজপত্র না দিয়ে আমাকে গাছগুলো কর্তন করতে বলেন। আমি সেই গাছগুলো হেডমাস্টারের কথা মত গাছ কর্তন করি এবং কিছু গাছ আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান মাঠে নিয়ে যাই।
প্রধান শিক্ষক আব্দুল হানিফ বলেন, স্কুলের বাউন্ডারি প্রাচীর দেওয়ার কারণে আমি গাছগুলো কর্তন করা হযেছে,স্কুলের প্রাচীর না থাকার কারণে অত্র এলাকার ছেলেরা যত্রতত্র স্কুলে প্রবেশ করে এবং স্কুলের সামাজিক পরিবেশ নষ্ট করে। ফলে স্কুলের সামাজিক পরিবেশ ও স্কুলে নিরাপত্তা কথা চিন্তা করে স্কুরে ম্যানেজিং কমিটি সাথে আলোচনা করেই গাছগুলো কর্তন করা হয়েছে। গাছ বিক্রির কথা হলে তিনি জানান, গাছগুলো আমি বিক্রি করি নাই। গাছগুলো স্কুলের মাঠেই সংরক্ষণ করব।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, বিষয়টি আমি শুনেছি এবং পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।