বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা পরিহল পাড়া গ্রামের কৃতি সন্তান আব্দুল হাকিম (৭৫) গত শনিবার দিবাগত রাতে ১.৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া…….. রাজিউন)।
মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে নাতী – নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ জোহর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম কে তার নিজ গ্রাম পরিহল পাড়া বড় কবরস্থানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ছামিউল ইসলাম ও বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই রুহুল আমিনের নেতৃতে গার্ড অব অনার প্রদান করা হয়।
শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেন কুমিল্লা -৫ আসনের এমপি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আবুল হাসেম খান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী মোঃ জসিম উদ্দিন, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মাহাবুবুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান চেয়ারম্যান, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুর রহমান মিঠু, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম খোকন, জাতীয় সাংবাদিক সংস্থা, বুড়িচং উপজেলা কমিটির সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী, সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, সাবেক চেয়ারম্যান ফজলুল হক মুন্সি, ইউপি সদস্য যথাক্রমে মো: জসিম উদ্দিন, জাকির হোসেন সাবেক সদস্য লোকমান হোসেন। এছাড়া মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।