প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১৩, রংপুর কর্তৃক ১৫১ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ২৯ মে ২০২৩ খ্রিঃ ০০.০৫ ঘটিকায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন দলগ্রাম গ্রামস্থ মোঃ আজিদ আলী (৪০), পিতা-মৃত ছফুর উদ্দীন, সাং-উত্তর দলগ্রাম, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট এর দক্ষিণ দুয়ারির এক কক্ষ বিশিষ্ট টিনের বসত ঘর হতে অবৈধ মাদকদ্রব্য ১৫১ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল খালেক (৪৬), পিতা-মৃত আসিম উদ্দীন, সাং-খাপড়িখাল হাজীপাড়া, থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুর’কে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে বলে স¦ীকার করে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মূলকপি স্বাক্ষরিত…. মাহমুদ বশির আহমেদ ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে মোবাঃ ০১৭৭৭৭১১৩০৩ তারিখঃ ২৯/০৫/২০২৩ খ্রিঃ।