মোশারফ হোসেন লিটন, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে প্রধান শিক্ষকের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন শিরোনামে প্রকাশিত সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমদ ভূঁইয়া।
গত শনিবার বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের অন্তর্গত আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমদ ভুঁইয়া এর বিরুদ্ধে একটি মানববন্ধন করা হয়। এই মানববন্ধনটি এলাকার কতিপয় ক্ষমতাশালীরা লোকজনকে বিভিন্নভাবে উস্কানি দিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে করিয়েছেন বলে প্রধান শিক্ষক অভিযোগ করেন এবং আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন।
এলাকার একটি কুচক্রী মহল আছে যারা এই প্রতিষ্ঠানকে নিজেদের আওতায় নিয়ে পরিচালনা করতে চায়, এছাড়াও আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আপনারা তা যাচাই করলে এর সত্যতার প্রমাণ পাবেন। একটি কুচক্রী মহল তারা একত্রিত হয়ে গ্রামের কিছু সংখ্যক লোক নিয়ে একটি মানববন্ধন করে আমার বিরুদ্ধে জাতীয়, আঞ্চলিক ও অনলাইনের মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।