মো. মিজানুর রহমান মিজান, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণ্যাঢ্য র্যালী ও আলোচনা সভাসহ ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ শে মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টায় চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠান গুলোতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. আয়েশা সিদ্দীকা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সহকারি কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মাহবুবুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। সবার শেষে ১ ঘন্টাব্যাপী মহড়া অনুষ্ঠিত হয়।