মোঃ আমিরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের যমুনা তীর সংলগ্ন পূর্ব শাহজাদপুরের জামিরতা বাজারে অবহেলিত মানুষের স্বাস্থ্য সেবার মানসম্মত চিকিৎসা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হলো লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।
বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার সময় জামিরতা হাই স্কুল রোডে ইসলামী ব্যাংকের ২য় তলায় ফিতা কেটে উদ্বোধন করেন শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ।
পরবর্তীতে সুধীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাক আহমেদ বলেন, পূর্ব শাহজাদপুরের অবহেলিত জনগণের স্বাস্থ্য সেবায় লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এ অঞ্চলে মাইলফলক হিসেবে কাজ করবে। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কৈজুরী মহিউল ইসলাম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও শ্রমিক নেতা মোঃ আব্দুল খালেক, আওয়ামী লীগ নেতা মহির উদ্দিন প্রমুখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ৫ পরিচালক আবুল কাশেম, রওশন আলম, হাফেজ আলাউদ্দিন,ইমান আলি ও শরিফ আহমেদ।