রাজস্থলী প্রতিনিধি
মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে সফলতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজস্থলীতে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।
১০ মার্চ মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর হয়ে প্রধান সড়ক হয়ে র্যালী বের করে পুনরায় একই স্থানে এসে সমাপ্তি হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসারের কার্যলয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
সভায় পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু হেলাল, দৈনিক পূর্বকোণ রাজস্থলী প্রতিনিধি আজগর আলী খান, হেডম্যান চথোয়াইনু মারমা সহ সরকারী বেসরকারী কর্মকর্তা ও গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা বলেন, দুর্যোগ হওয়ার আগে আমাদেরকে আগাম ব্যবস্থা নিতে হবে। যাতে আগাম প্রস্তুতি মাধ্যমে দুর্যোগের মোকাবেলা করতে পারি। তবে বর্তমান সময়ের ফেব্রুয়ারী হতে মে মাসের মধ্যখানে অগ্নিকান্ড ঘটে। সেই অগ্নিকান্ডের বিভিন্ন দুর্গম এলাকায় ঘরবাড়ি পূড়ে যায়। সেই দিকে লক্ষ্যে করে আমরা ফায়ার সার্ভিসকে প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, দুর্যোগ মোকাবেলায় সকলে সর্তক থাকতে হবে।