কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা :
কাউখালীতে এক ইউ.পি চেয়ারম্যানের উপর হামলা করেছে দুবৃত্তরা। হামলায় চেয়ারম্যান আহত না হলেও তার সাথে থাকা আল আমিন নামের এক ব্যাক্তি আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আল আমিনকে কাউখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনাস্থল থেকে পুলিশ সজল ও মাহিদুল নামের দুই ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। জানা গেছে বৃহস্পতিবার উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ বাড়ী থেকে মটরসাইকেল যোগে জব্দকাঠী উন্নয়ন কাজ পরিদর্শনে যাবার পথে হোগলা বাজার পৌছা মাত্র ৫/৪ জন দুর্বত্তরা তার গতি রোধ করে তার উপর হামলা চালায়।
এ সময় মানব বর্মন করে তাকে রক্ষা করলেও তার সাথে থাকা আল আমিন হোসেনের উপর দূবৃত্তরা চাপাতি দিয়ে হামলা চালায়। এতে আল আমিন গুরুতর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছ