নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা এলাকায় রবিন টেক্স গ্রুপ এর গার্মেন্টস অবস্থিত। এখানে প্রায় ৮ হাজার শ্রমিক কাজ করে। আজকে ১৩ই মার্চ এখন পর্যন্ত শ্রমিকরা বেতন পায়নি। তাই তারা বিক্ষোভে নিচে নেমে আসে। আনুমানিক সকাল দশটার দিকে এই বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে কোম্পানির উর্ধতন কর্মকর্তা গাজী মিজানুর রহমান শ্রমিকদের অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু তিনি ব্যর্থ হন। কারণ রবিন টেক্স গ্রুপে আগের মত আর সুর্নাম নেই। তাই তারা কাজ বন্ধ করে নিচে বসে থাকে।
এক পর্যায়ে, কোম্পানির এমডি এবং তার ছেলে রবিন এসে শ্রমিকদেরকে বোঝানোর চেষ্টা করে। শ্রমিকরা কোন ভাবেই মানতে রাজি হয়নি। শ্রমিকদের একই কথা আপনি আমাদের দাবিগুলো লিখিত আকারে দিতে হবে। তখন এমডি সাহেব বলেন তোমরা লিখে এনো আমি সই করে দেই। তাই তারা দাবি লিখে আনে দাবিগুলো হলো শ্রমিকের বেতন ৫ তারিখের মধ্যে দিতে হবে।
অনুপস্থিত থাকলে বোনাস কর্তন করা যাবে না। হাজিরা বোনাস ৩০০ টাকা থেকে ৫০০ টাকা করতে হবে। ঈদের ছুটিসহ যেকোনো ছুটির দশ দিন আগে ঘোষণা করতে হবে। কোম্পানির নিয়ম অনুযায়ী ছুটির জন্য সাত দিন আগের দরখাস্ত এনিয়ম বাতিল করে, ছুটি দরকার হলে ছুটি দিতে হবে। ইত্যাদি ইত্যাদি। তবে দেখা যায় সামান্য বেতনের শ্রমিকরা সামান্য দাবিতেই খুশি। তাই কোম্পানির তেমন কোন অনেয্য কিছু চায়নি। কোম্পণীর তেমন ক্ষতি হয়নি।
এই দাবি দাওয়া গুলো কোম্পানির মালিকের কাছে পেশ করা হয় এবং কোম্পানি এমডি তাতে সম্মতি থেকে বলেন আমি আপনাদের দাবি মেনে নিলাম। এরপরেও যদি আপনারা কাজে যোগদান না করেন তাহলে আমার মাথায় আঘাত করেন। এই কথা শুনে শ্রমিকরা মেনে নিয়ে বিকাল চারটার দিকে শ্রমিকরা কাজে যোগদান করেন।