ভান্ডারিয়া প্রতিনিধি :
পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার (১৩মার্চ) রাতে স্থানীয় নিজ ভান্ডারিয়া দারুল উলুম হিফাযতুল ইসলাম কওমী মাদ্রাসা প্রাঙ্গনে ওই মাদ্রাসার অগ্রগামী বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদ্রাসার মোহতামেম হাজী মো. ইসমাইল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং নিউইয়র্কের বাফেলো সিটির ডেমোক্রেটেড পার্টির নির্বাচিত সদস্য মো. কবির হোসেন পোদ্দার।
এছাড়াও বক্তব্য রাখেন, স্থানীয় শাহাবুদ্দিন সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ফারুক হোসাইন, কওমী মাদ্রাসার সভাপতি মো. আবুল কামাল পোদ্দার, সাধারণ সম্পাদক ,সাবেক ইউপি সদস্য মো. কবির হোসেন আকন , বিশিষ্ট সমাজসেবী মো. হায়দার হাওলাদার, কৃষক লীগের উপজেলা সাধারণ সম্পাদক মো. সহিদ জোমাদ্দার, যুবলীগ নেতা মো. লিটন পেশকার, ছাত্র লীগের উপজেলা আহবায়ক রিসান সিকদার প্রমূখ।
আলোচনা সভায় মো. সহিদ জোমাদ্দার বলেন, মাদরাসা এড়িয়ায় একটি মাদক জোন হওয়ায় অভিভাবকরা এখানে তাদের সন্তান ভর্তি করতে অনিহা প্রকাশ করে। লিটন পেশকার বলেন,শামীম জোমাদ্দার বলেন,মাদকের খুরচা বিক্রেতাদেরও সাব ডিলার এবং বড় ডিলার রয়েছে। তাই সাধারণ মানুষ এসকল খুচরা বিক্রেতাদের কোন কিছু করা সম্ভব না। যারা এ বিষয়ে কথা বলবে তাদের ই হয়তবা মাদক দিয়ে ধরানো হবে বলেও অভিযোগ তার। লিটন পেশকার বলেন, মাদক বিক্রেতাদের একটি পার্সেন্টিস বিশেষ মহলকে প্রদান করছে।
বক্তাদের এ সকল বক্তব্যের বিষয় তুলে ধরে প্রধান অতিথি কবির হোসেন পোদ্দার বলেন, এই মাদ্রাসা লাগোয়া এলাকায় প্রায় তিন হাজার লোকের বসবাস। তাই জেনারেল শিক্ষা বলেন সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাদকের ভয়াবহ ছোবল রোধ করতে আপনি,আপনার পরিবার সচেতন হোন। থানা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করেন এবং সর্বপরি সবাই ঐক্যবদ্ধ ভাবে এই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহবান জানান। পরে পাঁচ সদস্য বিশিষ্ট একটি মাদক নির্মূল গঠন শেষে এক নৈশ ভোজে মিলিত হয় আয়োজক সহ উপস্থিত সকলে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]