মোঃ ইসরাফিল হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রেললাইনের মালামাল চুরির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী ভবেশ চন্দ্র রাজবংশী বাদী হয়ে রাজশাহী রেলওয়ে (জিআরপি) থানায় মামলা করেন।
অভিযোগে বলা হয়েছে, রোববার (১২ মার্চ) রাত পৌনে আটটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চারুকলা গেট এলাকায় রেললাইনে আগুন লাগিয়ে দেয়। গুমটি ঘরের জানালা ভাঙচুর করে রেললাইন থেকে ৯২টি প্যান্ডেল ক্লিপ ও একটি স্টিল স্লিপার চুরি করা হয়। এছাড়া আগুনে তিনটি কাঠের স্লিপার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসিম কুমার তালুকদার মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাবি শিক্ষার্থীরা আন্দোলনের সময় কিছু জিনিস নষ্ট করেছে। কিছু জিনিস নিয়ে গেছে। তার বিবরণীসহ এজাহার দেওয়া হয়েছে। তবে এতে কোনো আসামি সংখ্যা উল্লেখ করা হয়নি। আন্দোলনরত সব শিক্ষার্থীদের এই মামলায় আসামি করা হয়েছে।
এ বিষয়ে জানতে পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকারকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
এর আগে, রোববার সন্ধ্যায় রেললাইনে আগুন জ্বালিয়ে রেল যোগাযোগ বন্ধ করে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা সরে গেলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]