ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় বিয়ের কথা বলে প্রতারনার করে স্বাক্ষর নিয়ে এক মানসিক রোগী ফজলুল হকের (৬০) কোটি টাকা মূল্যের এক একর জমি লিখে নেয়ার অভিযোগ উঠেছে। বিয়ের কথা বলে স্বাক্ষর নেয়া হয়েছিলো বলে জমির মালিক ও স্থানীয়দের অভিযোগ। ঘটনার পর প্রতারকের বিরুদ্ধে স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল করেছেন।
জমির মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাড়াগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা মৃত শহিদুল্লাহর ছেলে মানসিক রোগী ফজলুল হকের পাড়াগাঁও মৌজার সিএস ১০২৩ নম্বর দাগে ও বিএস ১৭১৬৮ নম্বর দাগে প্রায় কোটি টাকা মূল্যের জমি ৫৯ লাখ ৫০ হাজার টাকা মূল্য উল্লেখ করে এক একর জমি লিখে নেয়া হয়েছে। গত ১২ জানুয়ারী হবিরবাড়ি গ্রামের মৃত হাশেম আলীর ছেলে মুরাদ হোসেন বিপ্লব দলিল লেখক মনিরুদ্দিন মাষ্টারের মাধ্যমে স্থানীয় ইউনিভার্সাল ওয়াশিং এন্ড গার্মেন্ট লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনৈক আতিকুল আলম চৌধুরীর নামে (দলিল নম্বর-৩৫৪) কমিশনের মাধ্যমে দলিলটি রেজিষ্ট্রি হয়। ঘটনার পর এলাকাবাসি ওই প্রস্তাবিত কোম্পানীর গেইটে মুরাদ হোসেন বিপ্লবের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেন।
এ ব্যাপারে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মুরাদ হোসেন বিপ্লব এলাকার একজন আলোচিত জমির দালাল। এর আগেও তিনি হবিরবাড়ি মৌজার ১৫৪ নম্বর দাগে লবনকোঠা এলাকায় এক শিল্পপতিকে জমি কিনে দেয়ার কথা বলে বনভূমি জবর দখলের ঘটনা ঘঠিয়েছিলো। বর্তমানে তিনি ইউনিভার্সাল ডেনিমস কোম্পানীর জমি কিনে দেয়ার কাজ করে আসছেন। এরই ধারাবাহিকতায় পাগল ফজলুকে কোন টাকা পয়সা না দিয়ে বিয়ের কাবিনের কথা বলে প্রায় কোটি টাকা মূল্যের জমি কৌশলে লিখে নিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে কোম্পানীর গেইটের সামনে এলাকার কয়েকশ লোক প্রতারক ও জমির দালাল বিপ্লবের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছে।
জমির মালিক ফজলুল হক জানান, তাকে বিয়ে করাবে বলে কাগজে স্বাক্ষর নেয়। পরে জানতে পারি আমার এক একর জমি লিখে নিয়েছে।
ফজলুল হকের ভাই আজিজুল হক জানান, আমার ভাইয়ের জমি প্রতারণার মাধ্যমে দলিল করে নিয়েছে। এ ব্যাপারে আমরা কোম্পানীর বিরুদ্ধে দলিল বাতিল ও প্রতারণার অভিযোগ এনে আদালতে মামলা করেছি।
অভিযুক্ত মুরাদ হোসেন বিপ্লবের মোবাইলে কথা হলে, ‘তিনি সাক্ষাতে কথা বলেবন বলে জানান।
ভালুকা সাব-রেজিস্ট্রার আসমা আক্তার বলেন, দলিলটা কমিশনে হয়েছে। সেখানে আমি উপস্থিত ছিলাম না। এ দলিলের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।