প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ৪:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৩, ৬:০৭ পি.এম
মাঠবাড়িয়ায় দাখিল পরীক্ষার কেন্দ্র নির্বাচন ও পরিচালনা কমিটি গঠন
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা:
পিরোজপুরের বৃহত্তর মঠবাড়িয়া উপজেলায় আসন্ন দাখিল পরীক্ষা-২০২৩ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিচালনার জন্য ২টি পরীক্ষার কেন্দ্র নির্বাচন ও পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে দশটায় শহীদ মাখন লাল দাস মিলনায়তনে এক আলোচনা সভায় দাখিল পরীক্ষার এ পরিচালনা কমিটি করা হয়। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার উর্মি ভৌমিক এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার অলী আহাদ, একাডেমিক সুপারভাইজার মো. নজরুল ইসলাম, বিভিন্ন মাদ্রাসার প্রধানগণ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।
সভায় জানানো হয়, এবছর মঠবাড়িয়া উপজেলায় ২টি কেন্দ্রে মোট ৪৮টি মাদ্রাসা’র দাখিল পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হবে। কোন ভ্যানু বা উপকেন্দ্র থাকবে না। পূর্বের দুইটি কেন্দ্র মঠবাড়িয়া-১ টিকিকাটা নূরানীয়া কামিল মাদ্রাসা ও কেন্দ্র মঠবাড়িয়া-২, বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কামিল মাদ্রাসায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য প্রত্যেক কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে পাঁচ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।